ভূমিকা

لیست احکام

اطلاعات احکام

تعداد فرزند زبان
0 Bengali বাংলা bn

فرزندان

متن احکام

মাসআলা : ১৫৫৩- নয়টি কাজের মাধ্যমে রোযা ভঙ্গ হয় :
১) খাওয়া,
২) পান করা,
৩) সঙ্গম করা,
৪) মৈথুন বা হস্তমৈথুন,
৫) আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপর মিথ্যারোপ করা এবং এহতিয়াতে ওয়াজিবের ভিত্তিতে রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) স্থলাভিষিক্তের উপর মিথ্যারোপ করা;
৬) ধূলাবালি গলাধকরণ করা (এহতিয়াতে ওয়াজিবের ভিত্তিতে);
৭) জুনুব বা হায়েয অবস্থায় ফজরের আজান পর্যন্ত থাকা;
৮) এমালে করা (মলদ্বারের ভেতরে কোনভাবে কোন তরল পদার্থ ঢোকান); ও
৯) ইচ্ছে করে বমি করা।