متن احکام
মাসআলা : ১৬২৯- রোযাদারের জন্য কয়েকটি কাজ মাকরুহ :
১) চোখে সুরমা বা এমন ঔষধ দেয়া যে কারণে তার স্বাদ গলায় চলে যায়;
২) যেসব কাজে দেহ দূর্বল হয় যেমন রক্ত দেয়া;
৩) নাকে এমন ঔষধ দেয়া যে কারণে তার স্বাদ গলায় চলে যায়; যদি তা জানা থাকে তবে তা করা জায়েয নয়।
৪) সুগন্ধিযুক্ত লতা-পাতার ঘ্রাণ নেয়া;
৫) রোযাদার মহিলার পানিতে অবস্থান করা;
৬) শিয়াফ ব্যবহার করা;
৭) শরীরে পরিহিত জামা ভেজানো;
৮) দাত তোলা ও অন্য যেসব কাজে মুখ দিয়ে রক্ত বেরোয়;
৯) ভেজা মেসওয়াক (গাছের ডাল) দিয়ে দাত ব্রাশ করা;
১০) পানি বা কোন জিনিস অযথা মুখে প্রবেশ করানো; ও
১১) যেসব কাজে কাম বাসনা উত্তেজিত হয়, কিন্তু বীর্য বের হয় না; সেসব কাজ এমনকি নিজ স্ত্রীর সাথে করাও মাকরুহ।