যেসব কাজে কাজা ও কাফ্‌ফারা উভয়টি ওয়াজিব হয়

لیست احکام

اطلاعات احکام

تعداد فرزند زبان
0 Bengali বাংলা bn

فرزندان

متن احکام

মাসআলা : ১৬৩০- ইতচ্ছাকৃতভাবে রোযাভঙ্গের কোন কাজ করলে কাজা ও কাফ্‌ফারা উভয়টি ওয়াজিব হয়; তবে কয়েকটি ক্ষেত্রে তা এহতিয়াতে মুস্তাহাব।
*মাসআলা : ১৬৩১- কিন্তু উপরোক্ত ক্ষেত্রে যদি কেউ নিশ্চিত থাকে যে, তাতে রোযা ভঙ্গ হয় না, তাহলে তার উপর কাফ্‌ফারা ওয়াজিব হবে না। অনুরূপভাবে যে ব্যক্তি নিশ্চিত নয় যে, তার উপর রোযা ফরজ হয়েছে কিনা তার ক্ষেত্রেও একই হুকুম।