متن احکام
মাসআলা : ১৭১৮- উপরে বর্ণিত হারাম ও মাকরুহ রোযার দিন ব্যতীত বছরের অন্য সকল দিন রোযা রাখা মুস্তাহাব। তবে কিছু দিন মুস্তাহাব রোযা রাখার ব্যাপারে (হাদীসে) অনেক তাগাদা প্রদান করা হয়েছে। যেমন :
প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার, প্রতি মাসের ১০ তারিখের পরের বুধবার রোযা রাখা মুস্তাহাব। এসব দিনে যদি কেউ রোযা না রাখে তার কাজা আদায় করা মুস্তাহাব এবং যদি তা আদায় করা না যায়, তাহলে প্রতি দিনের রোযার বিনিময়ে এক মোদ খাদ্য অথবা এক রৌপ্য মুদ্রার ১/২ অংশ ফকিরকে দেয়া মুস্তাহাব।
প্রতি মাসের ১৩শ ও ১৪শ ও ১৫শ দিবসে;
পুরো রজব ও সাবান মাস অথবা আংশিক কিছু দিন;
নববর্ষের (বছরের প্রথম) দিন;
শাওয়াল মাসের ৪-৯ তারিখ;
যিলকদ মাসের ২৪ ও ২৯ তারিখ;
যিলহজ্ব মাসের ১-৯ তারিখ; তবে যদি নয় তারিখ রোযা রাখার কারণে আরাফাতের দোয়া পড়া না যায়, তাহলে সেদিন রোযা রাখা মাকরুহ;
গাদীর দিবসে (যিলহজ্ব মাসের ১৮ তারিখ);
মোবাহেলার দিবস (যিলহজ্ব মাসের ২৪ তারিখ);
মহররম মাসের ১, ৩, ও ৭ তারিখ;
যিলহজ্ব মাসের ১, ৩ ও ৭ তারিখ;
রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম’র জন্মদিনে;
জমাদিউল আউয়াল মাসের ১৫ তারিখ; এবং
রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবুওতি অভিষেকের দিনে (রজব মাসের ২৭ তারিখ) ইত্যাদি।
মুস্তাহাব রোযা রাখার পর তা পূর্ণ করা ওয়াজিব নয়, বরং যদি তার কোন মুমিন ভাই তাকে খাওয়ার দাওয়াত করে তাহলে সে রোযা ভেঙ্গে খাওয়া মুস্তাহাব, এমনকি যদিও তা যোহরের পরে হয়ে থাকে।