متن احکام
মাসআলা : ১৭১৯- পাঁচ জন ব্যক্তির জন্য রমজান মাসে রোযা ভঙ্গের কারণ ঘটানো থেকে বিরত থাকা মুস্তাহাব :
১- মুসাফির যদি রোযা ভঙ্গের কারণ ঘটিয়ে থাকে, কিন্তু যোহরের আগে তার নিজ এলাকা বা যেখানে ১০ দিন থাকবে সেখানে পৌঁছে যায়, তার জন্য;
২- মুসাফির যদি যোহরের পরে তার নিজ এলাকা বা যেখানে ১০ দিন থাকবে সেখানে পৌঁছে যায়, তার জন্য;
৩- অসুস্থ ব্যক্তি যদি যোহরের আগে বা পরে সুস্থ হয়, তার জন্য রোযা ভঙ্গের কারণ ঘটানো থেকে বিরত থাকা মুস্তাহাব; আর যদি রোযা ভঙ্গের কারণ না ঘটিয়ে থাকে তাহলে এহতিয়াতে ওয়াজিবের ভিত্তিতে রোযা রাখা উচিত।
৪- যে মহিলা দিনের বেলায় হায়েয বা নিফাস থেকে পবিত্র হয়েছে; এবং
৫- কোন কাফের যেদিন মুসলমান হবে, সেদিন মুসলমান হবার পূর্বে রোযা ভঙ্গের কারণ ঘটানো থেকে বিরত থাকা মুস্তাহাব।
*মাসআলা : ১৭২০- ইফতার করার পূর্বে মাগরিব নামায পড়া মুস্তাহাব; কিন্তু যদি সে কারণে নামাযের খুশু ও খুযুতে ব্যাঘাত ঘটে, তাহলে আগে ইফতার করা উত্তম; কিন্তু সম্ভব হলে ফজিলতপূর্ণ সময়ে নামায পড়া উত্তম।