«الهمزة»

لیست سوره‌ها

اطلاعات سوره

تعداد آیه حزب جزء صفحه‌ی شروع محل سوره
9 120 30 601 مكه

متن سوره

প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, ١ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে ٢ সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! ٣ কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। ٤ আপনি কি জানেন, পিষ্টকারী কি? ٥ এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, ٦ যা হৃদয় পর্যন্ত পৌছবে। ٧ এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, ٨ লম্বা লম্বা খুঁটিতে। ٩