«الزلزال»

لیست سوره‌ها

اطلاعات سوره

تعداد آیه حزب جزء صفحه‌ی شروع محل سوره
8 120 30 599 مدینه

متن سوره

যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ١ যখন সে তার বোঝা বের করে দেবে। ٢ এবং মানুষ বলবে, এর কি হল ? ٣ সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, ٤ কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ٥ সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ٦ অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে ٧ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। ٨